এগ্রিলাইফ ডেস্ক:নগরীর অলকার মোড়ে অবস্থিত একটি রেস্টেুরেন্ট হল রুমে গত শনিবার (২৫ মে) বিকেল ৫টায় বাংলাদেশ লাইভস্টক জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। সেই সাথে ৪র্থ লাইভস্টক এ্যাওয়ার্ড, সেমিনার এবং লাইভস্টক-পোল্ট্রি মেলা-২০১৯ এর ফায়ারের উদ্বোধন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লাইভস্টক সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. এস. এম কামরুজ্জামান, প্রাণরসায়ন ও রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পাদক দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কল্যাণ কুমার ফৌজদার ও নওগাঁ সদরের সহকারী কমশিনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডাক্তার সবুর আলী, এপি,র সহকারী পরিচালক কৃষিবিদ ইসমাইল হক, অবসরপ্রাপ্ত জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ আমিরুল ইসলাম ও কৃষিবিদ খাইরুল আলম মিঞা।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক এবং রাবির ভেনেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস বিাভাগের ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসার ড. হেমায়েতুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন, রাবি’র ভেটেরিনারী এনিমেল সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ইশরাত জেরিন মনি।
এছাড়াও কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রোটারী ক্লাব অব রাজশাহীর প্রেসিডেন্ট খাজা খালেদ লিজার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কৃষিবিদ ইসমাইল হকসহ কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীব সদস্য, রোভার সভাপতি, সম্পাদক, ভেট এক্সিকিউটিভ এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনের সকল কার্যক্রম শেষে বাংলাদেশ লাইভস্টক সোসাইটির মৃত ব্যক্তি, সমগ্র মৃত মুসলিম ব্যক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আগামী নভেম্বর মাসের দিতীয় সপ্তাহে মেলা অনুষ্ঠিত হবে বলে বক্তারা উল্লেখ করেন।