কাজী কামাল হোসেন,নওগাঁ:নওগাঁর রাণীনগরে আগাছানাশক বিষ ছিটিয়ে বর্গাচাষির ৬ বিঘা জমির ধান নিধন করা হয়েছে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ফেরদৌস হাসান খান-এর ৬ বিঘা জমি পাশ্ববর্তী পিরেরা গ্রামের শাহারুল ইসলাম বাৎসরিক চুক্তিতে লীজ নিয়ে দূর্গাপুর গ্রামের সুমিতুলের ছেলে এনামুল, গেদুর ছেলে রবিন ও শহিদুলের ছেলে রেজাউল ইসলামকে বর্গা দেয়। চলতি ইরি-বোরো মৌসুমে বর্গাচাষীরা ধান রোপণের পর জমিতে নিয়মিত পরিচর্চা করে আসছিলেন। এরই মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে আগাছা নাশক বিষ ছিটিয়ে ৬ বিঘা জমির ধান নিধন করে। শনিবার বিকেল নাগাদ চাষীরা জমিতে গিয়ে দেখতে পান সবগুলো ধান মরে গেছে।
এ ঘটনায় রবিবার রাণীনগর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বর্গাচাষী এনামুল হক জানিয়েছেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, জমির ধান নিধনের ঘটনায় ভুক্তভোগিরা থানায় এসেছেন। মামলা বা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।