ইউএসএআইডি-এর অর্থায়নে, সিমিট বাংলাদেশ ও আইডিই বাংলাদেশের যৌথ সহযোগীতায় এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর উদ্যোগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চামটায় আজ ২৭ ফেব্রুয়ারি সীডার মেশিন দিয়ে লাইনে ফসল চাষের উপর কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাবু্দ্দিন শিহাব, কৃষি যন্ত্রপাতি উন্নয়ন কর্মমর্তা, সিমিট বাংলাদেশ, ফরিদপুর হাব।
অনুষ্ঠানের শুরুতে অত্র গ্রামের কৃষক ও এলএসপি প্রশান্ত মন্ডল বলেন, কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের বিকল্প নেই| চামটা গ্রামের চাষিরা কৃষিতে যন্ত্রপাতি ব্যবহারে বেশ আগ্রহী| আমি আমার সীডার মেশিন দিয়ে এক চাষে এবছর প্রায় ২৫০ শতাংশ জমিতে লাইনে গম ও মুসুর বপন করেছি।
প্রধান অতিথি বলেন যেখানে পাওয়ার টিলার দিয়ে ফসল বপনের জন্য ২-৩ চাষের প্রয়োজন সেখানে সীডার মেশিন দিয়ে এক চাষে একই সময়ে লাইনে ফসল বপন করা যায়। এছাড়া সীডার মেশিন দিয়ে বীজ বপনের ফলে কৃষকের সময়, শ্রম ও অর্থ বাঁচে এবং সময়মত ফসল বপন করার জন্য ফলনও বৃদ্ধি পায়।
বিশেষ অতিথি মোঃ শাহাবু্দ্দিন শিহাব বলেন সংরক্ষণশীল কৃষি হচ্ছে মাটির স্বাস্থ্য ঠিক রেখে স্বল্প চাষে পূর্ববর্তী ফসলের কিছু অবশিষ্টাংশ রেখে কম সময়ে ও কম খরচে লাভজনকভাবে ফসল উৎপাদন করা। সীডার মেশিন দিয়ে ফালি চাষে সঠিক সময়ে গম চাষ করলে উৎপাদন খরচ অনেক কমে আসে এবং ফলন অনেক বেশি পাওয়া যায়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ব্লকের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার ও এসডিসি এর প্রতিনিধি চপল কুমার সাহা।