রায়াহানুল নবী, সিকৃবি:'নিরাপদ মানসম্মত পণ্য' শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনে সিলেটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জেলা প্রশাসকের কার্যালয়ে 'আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী' অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সচেতন ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম রকি, সহ সভাপতি মোঃ শাহজাহান, সাধারন সম্পাদক সৈয়দ আব্দুস সামাদ সহ এক্সিকিউটিভ বোর্ডের সদস্য বর্গ উপস্থিত ছিলেন ।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে বন্দরবাজার, কোর্টপয়েন্ট অতিক্রম করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে জেলা প্রশাসক জনাব এম কাজী এমদাদুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মৃণাল কান্তি দেব (ভারপ্রাপ্ত কমিশনার, সিলেট বিভাগ), বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ কামরুল আহসান (ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট), জনাব গোলাম কিবরিয়া (পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট), জনাব সিরাজাম মুনিরা (উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর) এবং জনাব খন্দকার সিপার আহমেদ (সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, সিলেট)।
এছাড়াও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ সিকৃবি শাখার পক্ষ থেকে সাধারন মানুষকে ভোক্তা অধিকার স¤পর্কে সচেতন করার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তরের সাথে একযোগে কাজ করার আহবান জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক শিক্ষার্থীদের কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।