এগ্রিলাইফ প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে বুধবার (২৭ মার্চ) খোলাহাটি ও ঘাঘোয়া ইউনিয়নের ফরাজিপাড়া ও মন্ডলপাড়ায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তৈল ও মশলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ফেজ-৩ এর সহায়তায় বারি সরিষা-১৪ শীর্ষক মাঠ দিবস ও রিভিউ আলোচনার আয়োজন করা হয়।
খোলাহাটিতে গাইবান্ধায় নব-যোগদানকৃত উপপরিচালক কৃষিবিদ এস. এম. ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শাহ আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মঞ্জুরুল আলম। অন্যান্যের মধ্যে জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সওকাত ওসমান, অতিরিক্ত উপ পরিচালক (শস্য সংরক্ষণ) ও প্রদর্শনী কৃষক মাহফুজুর রহমান বক্তব্য দেন।
কৃষক মাহফুজ বলেন, বারি সরিষা-১৪ এর ফলন খুবই ভাল। তিনি বারি সরিষা-১৪ আগামী শীত মৌসুমে আবাদ করার জন্য উপস্থিত কৃষকদের অনুরোধ করেন। একই দিবস বিকেলে মন্ডলপাড়ার মাঠ দিবসে স্থানীয় ওয়ার্ড মেম্বর শহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ এস. ফেরদৌস।
প্রদর্শনী কৃষক দুদু মিয়া ও ইব্রাহিম বারি সরিষা আবাদের বিভিন্ন কৌশল উপস্থিত কৃষকদের অবহিত করেন। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আল ইমরান উভয় মাঠ দিবসে শুভেচ্ছা বক্তব্য দেন। কৃষি সম্প্রসারণ অফিসার মোশারফ হোসেন মাঠ দিবসের অনুষ্ঠানসমুহ উপস্থাপন করেন। বারি সরিষার-১৪ এর ফলন গড়ে প্রতি হেক্টরে ১৩০০ কেজি পাওয়া যায়।
উল্লেখ্য, উৎপাদতি সমুদয় বীজ আগামী রবি মৌসুমে আগ্রহী কৃষকদের কাছে সুলভ মূল্যে প্রদর্শনী কৃষক বিক্রয় করবেন। ফলে জেলায় উফশী সরিষা ফসলের আবাদ বৃদ্ধি পাবে।