কে এস রহমান শফি, টাঙ্গাইল: ২০১৮-২০১৯/ রবি মৌসুমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস ।। প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় কমিউনিটি বোরো বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস সোমবার (২৭ মে) টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোখলেছুর রহমান। কাকুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন দেলধা সিআইজি’র সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন প্রামানিক।
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু সাইদ মোল্লা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সরকার, অবসরপ্রাপ্ত পুলিশ মো. আবদুল জুব্বার, ইউপি সদস্য মো. আল আমীন, আবদুর রহিম বাদশা, মো. রুস্তম আলী, মো. সোলায়মান মন্ডল, মো. রফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, মো. হেকমত আলী ও মো. আবদুল খালেক, মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ শান্তি বেগম, পারুল আক্তার ও নাজমিয়ারা, কাকুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন হোসেন মহির প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্জ মো. আশরাফুল আলম।