কে এস রহমান শফি, টাঙ্গাইল : খাদ্য নিরাপত্তায় সুশাসন প্রতিষ্ঠায় পোল্ট্রি খাতের ব্যবসায়িক উন্নয়ন বিষয়ক কর্মশালা আজ মঙ্গলবার সকালে খামারবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বীজবিস্তার ফাউন্ডেশন এই কর্মশালার আয়োজন করে।
টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমান উল্লাহ তালুকদার, টাঙ্গাইল পৌরসভার নারী কাউন্সিলর ও ভোক্তা কমিটি’র সহ সভাপতি উল্কা বেগম।
শুরুতে স্বাগত বক্তৃতা করেন বীজবিস্তার ফাউন্ডেশনের সমন্ময়কারী হারুন অর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহিদা বেগম, বেলা’র সিনিয়র গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী, এ ওয়ান ফিডের সেলস অফিসার মো. মোজাম্মেল হক, একমি ল্যাবরেটরীজ-এর এমপিও মুহা: ফারুক আলী, মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল বারেক মিয়া, সাধারণ সম্পাদক মো. জোয়াহের আলী, পোল্ট্রি ডিলার মো. আবদুল আলীম, মো. নজরুল ইসরাম, মো, রুহুল আমীন স্বপন, পার্ক বাজারের পোল্ট্রি বিক্রেতা মো. শফিকুল ইসলাম প্রমুখ।