কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁ উদ্বৃত্ত মাছ উৎপাদনের একটি জেলা। এ জেলার মোট জলাভুমির পরিমাণ ৫২ হাজার ৭শ ৭ দশমিক ৬৯ হেক্টর। এসব জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয় ৭৩ হাজার ২শ ৭৯ দশমিক ৪৭ মেট্রিক টন। এ জেলায় মোট মাছের চাহিদা ৬০ হাজার ৫শ ১২ মেট্রিক টন। মোট উদ্বৃত্ত মাছ উৎপাদনের পরিমাণ ১২ হাজার ৭শ ৬৭ দশমিক ৪৭ মেট্রিক টন।
জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার ফিরোজ আহম্মেদ এ তথ্য প্রদান করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় নওগাঁ কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য অফিসার মোঃ ফিরোজ আহম্মেদ। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান নমোঃ আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম মুশতদানজিদা পারভীন এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গৌতম কুমার দাস।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যচাষী প্রতিনিধি ফিরোজ আহম্মেদ এবং মৎস্যচাষী প্রতিনিধি একছার উদ্দিন।