ফরহাদ আহমদঃ গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার ধীরাশ্রম ব্লকের তরৎপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রি ধান ৪৮ নমুনা শস্য কর্তন,২৬ জুলাই বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবিনা সুলতানা এর সভাপতিত্বে ধান কর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ বনানী কর্মকার, কৃষি সম্প্রসারন অফিসার-২ তাজিলা রহমান, উপসহকারী কৃষি অফিসার মোঃহুমায়ুন কবির, উপসহকারী কৃষি অফিসার মোঃআলতাব হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও কৃষক/কৃষানিবৃন্দ।
ব্রি ধান ৪৮ প্লটের নির্ধারিত মাপের নমুনা শস্য কর্তন করে মাঠেই মাড়াই ঝাড়াই করে ফলন রেকর্ড করা হয়। এতে হেক্টর প্রতি ৪.৯৫ মে. টন ফলন পাওয়া যায়।
ব্রি ধান ৪৮ প্লটের চাষী মোঃ চাঁন মালেক বলেন, ধানটি আবাদে পানি কম লাগে, পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং আউশ মৌসুমে পরিচর্যা কম করতে হয়। ধানটি আবাদে অন্যান্য ধানের চেয়ে ফলন খুব বেশি হওয়ায় কৃষকদের প্রতি তিনি এ ধানটি আবাদের আহবান জানান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবিনা সুলতানা জানান, ধানটি আবাদে তেমন কোনো সেচের দরকার হয় না। এতে কৃষকেরা অর্থনৈতিক ভাবে লাভবান হয়। এছাড়া ধানটির জীবন কাল সংক্ষিপ্ত হওয়ায় কৃষকেরা ধানটি কেটে সহজেই রোপা আমন করতে পারেন।