জাকির হোসেন সজিব, নকলার প্রতিনিধি:শেরপুর জেলাধীন নকলা উপজেলায় আউশ এর বাম্পার ফলন হয়েছে। জেলার নকলা উপজেলার ৫ নং বানেশ্বরদ্দী ইউনিয়ন-এর পোলাদেশী গ্রামের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি নকলা) ক্লাবের সাধারণ সম্পাদক কৃষক আব্দুল হালিম তার ১ বিঘা জমিতে আউশ ধান চাষ করে আশাতীত ফলন পেয়েছেন।
সম্বনিত কৃষি উন্নয়ণের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্প (২য়) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নকলা-শেরপুর এর সহযোগিতায় অত্র উপজেলায় আ: হালিম আউশ ধান চাষ করেন। আ: হালিম এর মত অনেকেই আউশ ধান চাষ করেন এবং তারা সকলেই ভালো ফলন ঘরে তুলতে পারছেন কৃষক বলে উল্লেখ করেন । নকলা উপজেলায় প্রায় ২০০ হেক্টর জমিতে আউশ এর চাষাবাদ হয়েছে বলে জানা গেছে।