এগ্রিলাইফ২৪ ডটকম:সবজি ফসল চাষে সব সময় একধাপ এগিয়ে থাকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুর চাষী ভাইয়েরা। সেলক্ষেই শীতকালের জন্য বসে না থেকে ব্যস্ত সময় পার করছেন গ্রীষ্মকালীন বাঁধাকপির পরিচর্যায়। অসময়ের ফসল হবার জন্য বাজার মূল্য বেশি তাই চাষী এখানের ভাইয়েরা দিনদিন আগ্রহী হচ্ছেন এটি চাষে।
উপজেলার পারমথুরাপুর সিআইজির সদস্য মোঃ রুহুল আমিন, আঃ জলিন, ফজলুর রহমান ও মোঃ রমজান আলী এবং কন্যাদহ ব্লকের জালাল উদ্দিন এর গ্রীষ্মকালীন বাঁধাকপি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।কৃষি বিভাগ খেকেও তাঁরা পাচ্ছে প্রয়োজনীয় কারিগরী পরামর্শ। সব মিলিয়ে তাঁরা এবার র্থিক সফলতার মুখ দেখতে যাচ্ছেন বলে আশা করেন।
স্থানীয় কৃষি অসি সূত্রে জানা যায়, গত বছর হরিণাকুন্ডু উপজেলায় অল্প জমিতে আবাদ ছিল তবে এ বছর প্রায় ২৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন বাঁধাকপির আবাদ করা হয়েছে। ট্রপিক সান জাতের গ্রীষ্মকালীন বাঁধাকপির প্রতি ৩৩ শতকে ৬০০০ হাজার চারা লাগানো হয়েছে। এটি রোপনের ৬০ দিনের পর ফসল সংগ্রহ করা হয়ে থাকে। প্রতিটির গড় ওজন ৬০০ গ্রাম ধরলে এক বিঘায় ৩৬০০ কেজি উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতি কেজির মূল্য ২৫ টাকা হারে প্রায় ৯০,০০০ টাকা স্থানীয় বাজারমূল্য পাওয়ার আশা করছেন কৃষকরা।