এগ্রিলাইফ২৪ ডটকম: আহসান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজি এগ্রো ফুডস লিমিটেড উৎপাদন করছে প্রক্রিয়াজতকৃত চিকেন পণ্যসহ নানা রকম মজাদার খাবার। "Your Nutrition Partner'' শ্লোগানকে সাথে নিয়ে উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাবার সরবরাহ করছে এজি ফুড।
এরই ধারাবাহিকতায় আজ ১৩ অক্টোবর শনিবার বিকেল ৪:৩০ টায় রাজধানী ঢাকার উত্তরায় এজি ফুডের আরো একটি আউটলেটের যাত্রা শুরু হয়েছে। আউটলেটটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এজি ফুডের জেনারেল ম্যানেজার (অপারেশন) জনাব আরিফুল ইসলাম, ফ্রাঞ্চাইজি জনাব ইমতিয়াজ উদ্দিন, ও লিপি আক্তার, এজি এগ্রো ফুডস লিমিটেড–এর সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) কৃষিবিদ মো. রফিকুল আলম খান (জিমি) সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন। আউটল্টেটি উদ্বোধন উপলক্ষে এক দোয়া খায়েরের আয়োজন করা হয়।
এদিকে উদ্বোধন উপলক্ষে এ আউটলেটে সীমিত সময়ের জন্য থাকছে বিশেষ ছাড়। এসময ক্রেতারা আকর্ষনীয় মূল্যে তাদের উৎপাদিত খাবারের স্বাদ নিতে পারবেন। এছাড়াও এজি’র পক্ষ থেকে উল্লেখিত সব পন্যের জন্য রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। সম্মানিত ভোক্তারা ০১৭০০-৭০৭২৭৭, ০১৭৭৭৭-১৯১৫৪, ০১৭৭৭৭-৩৫১৯০, ০১৭১১-২৯৭৫৪৯ নম্বরে ফোন করে অর্ডার করলে দোরগোড়ায় পৌছে যাবে তাদের নানা রকম মজাদার পণ্য।
===============
আউটলেট ঠিকানা
সারা ফুড কর্ণার
বাসা নং-২, রোড নং-১, ব্লক-বি
রানাভোলা, উত্তরা ( উত্তরা ১০ নম্বর সেকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিকট)
উত্তরা, ঢাকা।
মোবাইল:০১৭১২-৯১৫৯০৯