মঙ্গলবার ১৬ অক্টোবর, “খাদ্য ও পুষ্টি অধিকার নিশ্চিত কর, কৃষি জমি সুরক্ষা কর”- এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন ধারার উদ্যোগে শহরের পুরাতন খাদ্য অফিসের সামনে হতে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্তরে বাংলাদেশ খাদ্য অধিকার নেটওয়ার্কের সাথে মানববন্ধনে যুক্ত হয়।
কৃষি জমি সুরক্ষা, ফসলের ন্যায্য দাম, খাদ্য অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন স্লোগান সমৃদ্ধ ফেস্টুনের মাধ্যমে দাবী তুলে ধরা হয়। উন্নয়ন ধারার নির্বাহী কমিটির সভাপতি এ্যাডভোকেট পারভীন আক্তার সালমা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ঝিনাইদহ-এর আহবায়ক খন্দকার হাফিজ ফারুখ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, সোনার বাংলা ফাউন্ডেশন-কালীগঞ্জের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী হায়দার আলী, পিপল্স কোর্ডিনেটর এবং নাট্য ব্যক্তিত্ব মো: সাইফুল ইসলাম, স্বাধীন কৃষক সংগঠনের সহসভাপতি সোনিয়া আহমেদ, সেক্রেটারী মোঃ নুরুল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং কৃষক সংগঠনের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী, কৃষান-কৃষাণীবৃন্দ এ র্যালী ও মানবন্ধনে অংশ নেন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশে বছরে প্রায় ৪৮ হাজার টন বিষাক্ত কীটনাশক এবং প্রায় ৪৩ লাখ টন রাসায়নিক সার ছিটানো হয় যা আমাদের খাদ্যচক্র ও পরিবেশে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন পথ ঘুরে প্রবেশ করছে আমাদের দেহে। যেকোন উপায়ে ফসলের ফলন বাড়াতে গিয়ে খাবারের পুষ্টিমানও দিন দিন কমছে। কৃষকের শ্রম-ঘাম মাখা ফসলে আমাদের খাদ্যাভাব দূর হলেও খোদ কৃষকই আজ খাদ্য নিরাপত্তাহীন। অন্যদিকে, তথ্যমতে প্রতি বছরে ৬৮ হাজার হেক্টর কৃষি জমি কমছে, যার সুরক্ষা ছাড়া আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস কল্পনার মধ্যেই থেকে যাবে।
বিশ্ব খাদ্য দিবস পালনের প্রাক্কালে খাদ্য অধিকার আইন প্রণয়নের পাশাপাশি খাদ্য নিরাপত্তা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবন-জীবিকার সুরক্ষার্থে কৃষিজমি সুরক্ষা এবং এ জন্য কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়নের দাবী তুলে ধরা হয়। ল্যান্ড রাইটস নাও, প্রান্তজন, ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-জার্মানী সহ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) এর আওতায় বিভিন্ন সংস্থাসমূহ বিশ্ব খাদ্য দিবস আয়োজনের মধ্য দিয়ে উক্ত দাবীর প্রতি সহমত পোষন করেছেন।