সিরাজগঞ্জ প্রতিনিধিঃ“কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে র্যালী ও আলোচনার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব খাদ্য দিবস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত র্যালী পরবর্তী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ সদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শহীদ নুর আকবর, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, জনাব মোঃ আব্দুল্লাহ,অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ, জনাব সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর ও জনাব মোঃ আব্দুস সোবহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সিরাজগঞ্জ সদর।
শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরশেদ আলী, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জ র্যালী ও আলোচনায় অংশ গ্রহণ করেন উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ,সাংবাদিক ও কৃষক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মোঃ রোস্তম আলী,উপজেলা কৃষি অফিসার, সিরাজগঞ্জ সদর।