এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি প্রধান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম। দেশের কৃষকদের প্রতি ছিল যার গভীর ভালোবাসা। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন; ‘কৃষক বাঁচলেই, দেশ বাঁচবে’। বাংলাদেশে ‘কন্ট্র্যাক্ট ফার্মিং’ পদ্ধতিতে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদানের মাধ্যমে শস্য, মাছ, মাংস ও ডিম উৎপাদন করে প্রান্তিক খামারীদের আর্থিক অবস্থার যে আমূল পরিবর্তন করা যায়, তার প্রথম স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়কারী ছিলেন এই মহান ব্যক্তিত্ব।
বাংলাদেশে বানিজ্যিক ভাবে মুরগী পালন পদ্ধতির তিনিই অগ্রদূত। আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, যা বাংলাদেশে অন্যতম ব্যবসায়ীক প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাত, যার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম।
জন্ম তারিখ-আগস্ট ১, ১৯২৮ মৃত্যু তারিখ-অক্টোবর ১৯, ১৯৯৫