এগ্রিলাইফ২৪.কম:এনিম্যাল হেলথ্ সেক্টরের সংশ্লিষ্ট সকলকে আরো উন্নত ও আধুনিক সেবা দিতে নতুন ঠিকানায় অফিস স্থানান্তরিত করেছে বায়োফার্মা এগ্রোভেট লিমিটেড। রাজধানী ঢাকার মহাখালী নিউ DOHS-এর ৩০ নং রোডে অবস্থিত অত্যন্ত মনোরোম ও সুসজ্জিত অফিসে কোম্পানীটি সম্প্রতি তাদের কার্যক্রম শুরু করেছে।
সেক্টরের সংশ্লিষ্ট ব্যবসায়ী, খামারী ও শুভানুধ্যায়ীদের নতুন অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন বায়োফার্মা এগ্রোভেট লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মাহমুদুল হক (রিটন)।
বায়োফার্মা এগ্রোভেট লিমিটেড-এর নতুন ঠিকানা:
==============================
বাসা নং-৪১৮, রোড নং-৩০
নিউ DOHS, মহাখালী, ঢাকা-১২০৬।