রাজধানী প্রতিবেদক:PHARMA & FIRM-এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড সেলস্) ডা. তাপস কুমারi ঘোষ। এর পূর্বে তিনি তিনি দেশের খ্যাতনামা ওয়ান ফার্মার Head of Marketing পদে তাঁর উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করেন।
ডা. তাপস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে কৃতিত্বের সাথে ২০০০ সালে ডিভিএম ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি FnF Pharmaceuticals Ltd. এবং পরবর্তীতে PHARMA & FIRM-এ কর্মরত ছিলেন। দেশের এনিম্যাল হেলথ্ সেক্টরের অত্যন্ত সুপরিচিত ডা. তাপসের মাঠ পর্যায়ে রয়েছে বিস্তর অভিজ্ঞতা। তার অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে PHARMA & FIRM-এর আধুনিক, যুগোপোযেগী ও আন্তর্জাতিকমানের প্রডাক্টগুলিকে দেশের খামারীদের আরো কাছে নিয়ে যেতে চান বলে এগ্রিলাইফ২৪ ডটকমকে জানান তিনি। এজন্য তিনি PHARMA & FIRM-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, উর্ধতন কর্মকর্তা, সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
ডা. তাপস যশোর জেলার সদর উপজেলার বালিয়াঘাট গ্রামে ১৯৭৮ সালের ৩ জানুয়ারী এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। পেশাগত কাজে ডা. তাপস বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। এছাড়া সংশ্লিস্ট ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং এর অভিজ্ঞতা রয়েছে ডা. তাপসের। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিনী একজন গৃহিনী।
নতুন কর্মক্ষেত্রে ডা. তাপস ঘোষ প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায়ে কর্মরত বিশেষজ্ঞ, এনিম্যাল হেলথ্ ইন্ডাষ্ট্রিজের উর্ধতন নির্বাহি, শুভানুধ্যায়ী, খামারী, কেমিষ্টসহ সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।