রাজধানী প্রতিবেদক:PHARMA & FIRM-এর চীফ অপারেটিং অফিসার (COO) পদে সম্প্রতি যোগদান করেছেন ডা. খন্দকার হেলাল উদ্দিন। এর পূর্বে তিনি ACI এগ্রিবিজনেস-এর বিজনেস ডাইরেক্টর ছাড়াও অন্যান্য কোম্পানীতে গুরুত্বর্পূন পদে তাঁর উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করেন।
ডা. খন্দকার হেলাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সাথে মার্স্টাস ডিগ্রি ইন ভেটেরিনারী সাইন্স ডিগ্রী অর্জন করেন। এনিম্যাল হেলথ্ সেক্টরে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এ ভেটেরিনারিয়ান মনে করেন দেশের প্রাণিসম্পদ কৃষি তথা দেশের অর্থনীতি ও পুষ্টি উন্নয়নে গুরুত্বর্পূন একটি খাত এবং এখানে কার্যকর অবদান রাখার সুযোগ আছে। কাজেই নতুন কর্মক্ষেত্রে সে সুযোগকে কাজে লাগিয়ে PHARMA & FIRM-কে আরো এগিয়ে নিয়ে যেতে চান বলে এগ্রিলাইফ২৪ ডটকমকে জানান তিনি। PHARMA & FIRM-এর আন্তর্জাতিক মানের পণ্যগুলি দেশের বাজারসহ আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করার ইচ্ছা অভিজ্ঞ এ ভেটেরিনারিয়ানের। এজন্য তিনি PHARMA & FIRM-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, উর্ধতন কর্মকর্তা, সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
ডা. হেলাল টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ধরবাড়ী গ্রামে ১৯৬২ সালের ২রা র্মাচ এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পেশাগত কারণে ডা. হেলাল বিভিন্ন দেশে ৩৫ বারের উপর ভ্রমন করেছেন। এছাড়া দেশী ও আর্ন্তজাতিক পর্যায়ের সংশ্লিস্ট ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং-এর অভিজ্ঞতা রয়েছে ডা. হেলালের। ব্যক্তি জীবনে ডা. হেলাল দুই সন্তানের জনক। তাঁর সহধর্মনিী মোরশেদা তাসমিন হক একজন গৃহিনী।
নতুন কর্মক্ষেত্রে তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায়ে কর্মরত বিশেষজ্ঞ, এনিম্যাল হেলথ্ ইন্ডাষ্ট্রিজের উর্ধতন নির্বাহি, শুভানুধ্যায়ী, খামারী, কেমিষ্টসহ সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।