এগ্রিবিজনেস ডেস্ক:দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর বার্ষিক ইফতার মাহফিল ২০১৯ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে, বৃহস্পতিবার, রাজধানীর তেজগাঁওস্থ ইয়ন কনভেনশন সেন্টারে (ইসিসি) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ পরিচালক মিসেস সাঈদা দৌলা, গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এ বি এ মেসবাহ উদ দৌলা (অবঃ) এবং নির্বাহী পরিচালক এ বি এ সাহিদ উদ দৌলা।
প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যে গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং অনুষ্ঠানে আগত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আল্লাহর অশেষ রহমত তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ও এমন একটি আমলপূর্ণ স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এসময় তিনি আগত সকল অতিথিবৃন্দের মঙ্গল ও সুস্থতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, বিগত ১৮ বছর ধরে ইয়ন গ্রুপ যেভাবে সততা ও নিষ্ঠার সাথে সঠিক পণ্য ও সেবার মাধ্যমে দেশের প্রান্তিক জনসাধারণকে সেবা প্রদান করে আসছে তা অব্যাহত থাকবে। দীর্ঘ এই পথচলায় ইয়ন গ্রুপের পাশে থাকার জন্য তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত শেষে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এক সাথে বসে ইফতারে অংশগ্রহন করেন ।
ইফতার মাহফিলে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, ব্যাংক-বীমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইয়ন গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের উর্দ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রায় তিন শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।