এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষি মন্ত্রনালয়ের প্রধান বীজতত্ববিদ ও হাইব্রিড ধানবীজ উৎপাদন ও মনিটরিং কমিটির সদস্য সচিব কৃষিবিদ জনাব মোঃ আজিম উদ্দিন সম্প্রতি ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সীডস লিমিটেড-এর হাইব্রিড ধানবীজ জনকরাজের বীজ উৎপাদনের বিভিন্ন ব্লক পরিদর্শন করেন। এসময় তিনি মান সম্মত বীজ উৎপাদনের জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি আরো অন্যান্য বীজ কোম্পানীর মাঠ পরিদর্শন করেন।
কৃষকদের নিকট অত্যন্ত জনপ্রিয় ও প্রথম পছন্দের হাইব্রিড ধানবীজ জনকরাজের বীজ উৎপাদনের বিভিন্ন ব্লক পরিদর্শনকালে তিনি বলেন ময়মনসিংহের মুক্তাগাছা এলাকাকে হাইব্রিড ধান বীজ উৎপাদনের জন্য বিশেষ গুরত্বপূর্ন। তিনি আরো বলেন এ অঞ্চলের কৃষকের ভাগ্যোন্নয়নে এ বীজ উৎপাদন প্রকল্পগুলো ব্যাপক ভূমিকা পালন করছে এবং দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে।
ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সীডস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার (সীডস) কৃষিবিদ মোহাম্মদ আল-আমিন এ সময় উপস্থিত ছিলেন।