রাজধানী প্রতিবেদক:ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কৃষি শিল্পে দেশের অন্যতম সার্ভিস প্রভাইডার কোম্পানী চিকস্ এন্ড ফিডস্ লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাজধানী ধানমন্ডির অভিজাত Thai Signatures রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমানদের স্বাগত জানান চিকস্ এন্ড ফিডস্ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এখলাসুল হক, পরিচালক সাবরিনা হক ও কোম্পানীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
ইফতারের পূর্বে জনাব এখলাসুল হক শুভেচ্ছা বক্তব্যে সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং অনুষ্ঠানে আগত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আল্লাহর অশেষ রহমত তিনি আমাদের সকলকে এমন একটি আমলপূর্ণ অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এসময় তিনি আগত সকল অতিথিবৃন্দের মঙ্গল ও সুস্থতা কামনা করেন।
এরপর সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত শেষে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ এক সাথে বসে ইফতারে অংশগ্রহন করেন এবং মাগরিব নামাজ শেষে নৈশভোজে অংশগ্রহন করেন।
ইফতার মাহফিলে পোল্ট্রি ও মৎস্য খাদ্য তৈরির সাথে সংশ্লিষ্ট শিল্পোদ্যাক্তা, ব্যবসায়ী, কনসালট্যান্ট, কর্মকর্তা ও শুভানুধ্যায়ী, ভেটেরিনারিয়ান, নিউট্রিশনিষ্টসহ প্রায় ১২০ জন অতিথি অংশগ্রহন করেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।