ইসলামিক ডেস্ক:শান্তির বাণী নিয়েই ইসলাম মানবজাতির সামনে হাজির হয়েছে। ইসলামে হিংসা-বিদ্বেষ এসবের কোনো স্থান নেই। মানুষমাত্রই মায়া-মমতার বন্ধনে পরস্পরের সঙ্গে মিলে মিশে বসবাস করতে চায়। কিন্তু বর্তমান সমাজে এসব যেন দিনদিন দূরে চলে যাচ্ছে।
ইসলাম সবার ক্ষেত্রে উদার। উদার দৃষ্টিভঙ্গির কারণেই ইসলামি ভ্রাতৃত্ব বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় উপযোগী ও অনুকূল। ইসলামি ভ্রাতৃত্বের অন্যতম উপাদান হলো বিশ্বমানবতার ঐক্য। পবিত্র কোরআন-হাদিসে বারবার ঐক্যের প্রতি জোর দেয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধর; পরস্পরে বিচ্ছিন্ন হইও না।’
ইসলামি সমাজব্যবস্থায় অনুপম ভ্রাতৃত্বের একটি বৈশিষ্ট্য হলো পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য। সাম্য প্রতিষ্ঠায়ও ইসলামি ভ্রাতৃত্বের গুরুত্ব অপরিসীম। ইসলামি ভ্রাতৃত্বে যেমন বংশমর্যাদার পার্থক্য নেই তেমনি দেশ বা ভাষার পার্থক্যও নেই। সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুল (সা.) বলেন, ‘অনারবদের ওপর যেমন আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবদের ওপরও অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই।’
কাজেই আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে ভ্রাতৃত্ববোধের গুরুত্ব অপরিনীম। আসুন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সকলে এক হয়ে কাজ করি।মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হউন-আমিন।