এগ্রিলাইফ২৪ ডটকম:এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর নিজস্ব মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। গত ২১ নভেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।
মুখ্য আলোচক ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক মোঃ মমিনুল ইসলাম আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মধ্য দিয়ে আলোচনা সভাটি শুরু করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই নিজেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উম¥ত হওয়ায় মহান আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করেন এবং বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মাদ (সাঃ) যে আদর্শ দেখিয়ে গিয়েছেন আমাদের জীবনকে সেই পথে পরিচালিত করতে হবে। তিনি উপস্থিত সকলকে আল-কোরআন নিয়ে গবেষণা ও নবীজীর জীবনগ্রন্থ পাঠ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। তিনি সকলকে নিয়মিত নামাজ আদায় করার অনুরোধের মধ্যদিয়ে বক্তব্যের সমাপ্তি করেন।
পরিশেষে, বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর প্রতি এবং বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদের জন্য ও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।