ইসলামিক ডেস্ক:লোভ-লালসা সকল অন্যায় ও অনৈতিক কার্যকলাপ সৃষ্টির একটি অন্যতম উৎস। যা মানুষের পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সৃষ্টি করে নানা সমস্যা।আর পবিত্র ইসলাম ধর্মে সদাই এসব থেকে দূরে থাকার কথা বারবার বলা হয়েছে। ধন-সম্পদ নিয়ে ঝগড়া-বিবাদ, ভাই-বোনের সম্পর্ক নষ্ট, স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কচ্ছেদ, পাড়া-প্রতিবেশীর সঙ্গে বিবাদ-কলহ এসমস্ত কিছুই ঘটে থাকে লোভ-লালসার কারণে।
অনেকে ধন-সম্পদে সমৃদ্ধ হয়েও তৃপ্ত হতে পারে না তার অরো চাই। ধন-সম্পত্তিতে সমৃদ্ধ হয়ে অনেকেই আল্লাহ তা‘আলার নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়। সে ভুলে যায় যে মহাপরাক্রমশালী আল্লাহ তা‘আলা পরীক্ষা করার জন্যই ধন-সম্পদ দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন। ধন-সম্পত্তিতে সমৃদ্ধ হয়ে সে ভুলে যায় মৃত্যুর কথা, আল্লাহ তা‘আলার কাছে ফিরে যাওয়ার কথা এবং শেষ বিচার দিবসে ধন-সম্পদের হিসাব দিতে আল্লাহ তা‘আলার সম্মুখে হাজির হওয়ার কথা।
বর্তমান সমাজের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ধন-সম্পত্তি অর্জনে মানুষের যেন কোনো পরিতৃপ্তি নেই। এ ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেছেন, ৬: মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। ৭ : এবং সে অবশ্যই এ বিষয়ে অবহিত [নিজেদের কাজকর্মে তার প্রমাণ] ৮ : এবং অব্যশই সে ধন-সম্পত্তির আসক্তিতে প্রবল। (১০০-আদিয়াত); ১ : প্রাচুর্যের [ধন-সম্পত্তির] প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে। ২ : যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। ৩ : এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে [মৃত্যুর পরমুহূর্তেই] (১০২-তাকাছুর); ১৯ : এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করে ফেল। ২০ : এবং তোমরা ধন-সম্পদ অতিশয় ভালোবাস। (৮৯-ফাজর)
এ সম্পর্কে রাসূল (স) বলেছেন, ‘যদি কোনো মানুষের এক উপত্যকা ভরা স্বর্ণ থাকে, তবে সে তার জন্য দুটি উপত্যকা [ভর্তি স্বর্ণ] হওয়ার আকাঙ্ক্ষা করে। তার মুখ মাটি ছাড়া [মৃত্যু হওয়ার পূর্ব পর্যন্ত] আর কিছুতেই ভরে না। আর যে ব্যক্তি তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন।” [সহীহ আল-বুখারী, খণ্ড ৫, ৪৭০৪ ] অর্থাত্ কবরে না যাওয়া পর্যন্ত ধন-সম্পত্তি উপার্জনে এবং জমা করায় মানুষ ব্যস্ত থাকে। প্রয়োজনের তুলনায় বেশি থাকলেও অধিকাংশ মানুষই পরিতৃপ্ত হূদয়ে কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে বলে না আলহামদু লিল্লাহ, আমার আর প্রয়োজন নেই।
কাজেই মহান রাব্বুল আলামিন আমাদের যেভাবে রেখেছেন সেজন্য তার দরবারে লাখো-কোটি শুকরিয়া আদায় করি। আর সকল প্রকার লোভ-ললসা থেকে দূরে থাকি।-আমিন