ইসলামিক ডেস্ক:মহান আল্লাহতায়ালার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। দুনিয়ার সকল ধর্মের নারী-পুরুষ-ধনী-গরিব নির্বিশেষে সব মানুষের সম্মান দিয়েছে ইসলাম। এজন্য মহান রাব্বুল আলামিন সকল প্রকার পরনিন্দা ও পরচর্চা করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, তিরস্কার ব্যঙ্গ-বিদ্রুপ করার ব্যাপারে কঠোর নিষেধ করেছেন।
ইসলাম প্রতিটি মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মান, সুনাম ও নিজ অবস্থা সুরক্ষা করার অধিকার দিয়েছে। পবিত্র কোরানে ইরশাদ হচ্ছে, হে মুমিনগণ! কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে। কারণ যাকে উপহাস করা হয়, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। তেমনিভাবে কোনো নারীও যেন অপর নারীকে উপহাস না করে। কারণ সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ কর না।
নবিজি [সা.] বলেছেন, যে ছোটদের স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাজেই প্রকাশ্যে-অপ্রকাশ্যে মানুষকে ছোট করা বা অসম্মান করা উচিত নয়। ইসলামে এসব কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে অন্য ভাইয়ের দোষ গোপন করবে, মানুষের কাছে প্রকাশ করবে না, আল্লাহ তায়ালাও তার সব দোষত্র“টি কিয়ামতের দিন প্রকাশ করবেন না।
মহান রাব্বুল আলামিনহ আমাদের সবাইকে ইসলামে দিক-নিদের্শনা মেনে আদর্শ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে সম্মান করার তাওফিক দান করুন।-আমিন