ইসলামিক ডেস্ক:প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়। আল্লাহর সন্তুষ্টির জন্য এসব গরীব দু:খী মানুষের পাশে সহায়তার হাত বাড়ানো এখন বেশ প্রয়োজন। আর অসহায়-গরীব দুস্থদের মাঝে সর্বদাই সাহায্যের কথা বলে ইসলাম।
হাদিস শরিফে উল্লেখ আছে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করেছে, সেদিন (রোজ কিয়ামতের দিন) তাকে খাদ্য দান করা হবে। যে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে পানি পান করিয়েছে, তাকে সেদিন পানি পান করিয়ে তার পিপাসা দূর করা হবে। যে মানুষকে বস্ত্র দান করেছে, তাকে সেদিন বস্ত্র পরিধান করিয়ে তার লজ্জা নিবারণ করা হবে।’
তাই জাতি-ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের উচিত শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ানো। নবী করিম (স) অসহায় মানুষকে সাহায্যের কথা বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি মুসিবত দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার মুসিবতসমূহ দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে সচ্ছল করে দিবে, আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দিবেন এবং আল্লাহ বান্দাকে সাহায্য করবেন যদি সেই বান্দা তার ভাইয়ের সাহায্য করে’ (মুসলিম)।
আসুন সকলে মিলে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের মাঝে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেই। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের নিয়্যত কবুল করুন।-আমিন