ইসলামিক ডেস্ক:মানুষ মাত্রই রোগ-শোকে ভোগে। বিশেষ করে বৃদ্ধ বয়সে মানুষের রোগ-বালাই লেগেই থাকে। আর রোগাক্রান্ত ব্যক্তির খোঁজ-খবর নেয়ার ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সমাজের কেউ অসুস্থ হ’লে তার খোঁজ-খবর নেয়া একজন মুসলিমের অন্যতম দায়িত্ব। রুগ্ন ব্যক্তির দেখা-শোনার বিষয়টি ইসলামী শরী‘আত অত্যন্ত গুরুত্ব দিয়েছে।
রাসূলুল্লাহ (সা:) বলেছেন, ‘ক্ষুধার্তকে খাদ্য দান কর, রুগ্ন ব্যক্তির দেখাশুনা কর’। তিনি বলেন, ‘রুগ্ন ব্যক্তিকে দেখতে যাবে এবং জানাযার অনুসরণ করবে (কাফন-দাফনে অংশগ্রহণ করবে), তাহ’লে তা তোমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে’। এটা বিরাট পূণ্যের কাজও বটে। নবী করীম (সা:) বলেছেন, ‘একজন মুসলিম যখন তার কোন রুগ্ন মুসলমান ভাইকে দেখতে যায় তখন সে যেন জান্নাতের বাগানে ফল আহরণ করতে থাকে, যতক্ষণ না সে ফিরে আসে’। অন্য বর্ণনায় এসেছে, ا ‘কোন ব্যক্তি যখন রোগীকে দেখতে যায়, তখন সে জান্নাতের উদ্যানে ফল আহরণ করতে থাকে।
আমাদের সমাজে অনেকেই অসুস্থ অবস্থায় রয়েছে। গরীব মিসকিন থেকে শুরু করে সকলেরই খোঁজ খবর নেয়া আমাদের নৈতিক দ্বায়িত্ব। আসুন আমরা অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী সাহায্য- সহযোগিতার হাত বাড়িয়ে দেই। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করনি-আমিন।
আমাদের সমাজে অনেকেই অসুস্থ অবস্থায় রয়েছে। গরীব মিসকিন থেকে শুরু করে সকলেরই খোঁজ খবর নেয়া আমাদের নৈতিক দ্বায়িত্ব। আসুন আমরা অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেই। মহান রাব্বুল আলামিন আমাদের সবার নিয়্যত কবুল করুন-আমিন।