ইসলামিক ডেস্ক:ইসলামে মদ্যপান মহাপাপ;মদ্যপান বিবেককে আচ্ছন্ন করে ফেলে। আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রাসূল (সাঃ) বলেছেন-“মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল”।আল্লাহ তায়ালা বলেন-“হে মুমিনগণ! নিশ্চয় মদ্যপান শয়তানের অপবিত্র কর্ম ”। অতত্রব, তোমরা এগুলি থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও।
জাবির (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন- নিশ্চয়ই আল্লাহর ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ “ত্বিনাতে খাবাল” পান করাবেন। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল (সাঃ) ত্বিনাতে খাবাল কি জিনিস ? রাসূল (সাঃ) বললেন- জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ ( মুসলিম- ২/১৬৭ পৃষ্ঠা)।
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূল (সাঃ) বলেছেন- যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তায়ালা তার ৪০ দিন ছালাত কবুল করবেন না। যদি এ অবস্থায় মৃত্যুবরণ করে তা হলে জাহান্নামে যাবে। যদি তওবাহ করে তাহলে আল্লাহ তার তওবাহ কবুল করবেন না । যদি এ অবস্থায় মৃত্যুবরণ করে তা হলে জাহান্নামে যাবে।
আল্লাহ আমাদের এ জীবন, সমাজকে মদ ও মাদকাসক্তির বিষাক্ত ছোবল থেকে হেফাজত করুন। যুবসমাজ যেন নষ্ট-নর্দমার এই অভিশাপ থেকে বাঁচতে পারে আল্লাহ সেই তাওফিক দান করুন।