মুফতী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ:ছদাকাতুল ও যাকাতের মাঝে পার্থক্য রয়েছে।
১.ছদাকাতুল ফিতর আদায় করার জন্য সম্পদ অবশিষ্ট থাকা শর্ত নহে। সম্পদ ধ্বংস হওয়ার পরও ছদাকাহ ওয়াজিব থেকে যায়, দায়িত্ব থেকে মুক্ত হয় না। কিন্তু যাকাত ও ওশর ফরজ হওয়ার পর সম্পদ ধ্বংস হয়ে গেলে দায়িত্ব মুক্ত হয়ে যায়।
২.যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ বর্ধনশীল যেমন স্বর্ণ, রূপা, ব্যবসায়ী সম্পদ হওয়া শর্ত কিন্তু ছদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সম্পদ বর্ধনশীল হওয়া শর্ত নহে।
৩.যাকাত ফরয হওয়ার জন্য ব্যক্তি আকেল ও বালেগ হওয়া শর্ত কিন্তু ছদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য আকেল ও বালেগ হওয়া শর্ত নহে। বরং নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক ও পাগলও যদি নিসাবের মালিক হয় তার উপর ছদাকাতুল ফিতর ওয়াজিব হবে।
৪.যাকাত ফরয হওয়ার জন্য সম্পদ মালিকের নিকট এক বছর থাকা শর্ত। কিন্তু ছদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্যে সম্পদ এক বছর মালিকানাধীন থাকা শর্ত নহে। বরং ঈদুল ফিতরের দিনের ছোবহে ছাদিকের পূর্বেও নিসাবের মালিক হয় তাহলে ছদাকাতুল ফিতর ওয়াজিব হবে।
৫. যাকাত ফরজ হয় মালের পরিমাণের উপর কিন্তু ছদাকাতুল ফিতর ওয়াজিব হয় ব্যক্তির সংখ্যা হিসেবে।
৬.যাকাত দেওয়া হয় ব্যক্তি তার নিজ মালের কিন্তু ছদাকাতুল ফিতর ব্যক্তি নিজের ও তার অধীনস্থ নাবালেগের পক্ষ থেকেও আদায় করতে হয়।
---সংকলক: মোহাদ্দিস ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চকবাজার, কুমিল্লা