ইসলামিক ডেস্ক:মানুষ সমাজবদ্ধ হয়ে একে অপরকে সহযোগীতার করে। আমরা আজ যে সমাজ ব্যবস্থায় অভ্যস্ত তাতে আমাদের অনুভূতিগুলোও দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। তবে এখনো অটুট আছে মফস্বলকেন্দ্রীক প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মমত্ববোধ। শহুরে জীবনে যেটা আশা করা যায় না। ডানে-বামে বেশ ক’টা ফ্লাট থাকলেও কেউ কাউকে চিনে না, জানে না। চেনার বা জানার চেষ্টাও নেই আমাদের মধ্যে।
মানুষের এ পারস্পরিক সহযোগীতা সূচনা হয়েছিলো হজরত আদম (আ.) ও হজরত হাওয়া (আ.)-এর সময়কাল থেকে। পরবর্তীতে ধীরে ধীরে মানুষের সামাজিক পরিধি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে মানুষের সামাজিক চাহিদা ও প্রয়োজন। তাই ইসলাম পরস্পরের মাঝে হক যথাযথ আদায়ের ব্যাপারে কঠোর উচ্চারণ করেছে।
প্রতিবেশীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ইসলামের আরেকটি সৌন্দর্য। প্রতিবেশীর খোঁজখবর নেওয়াকেও ইসলাম গুরুত্ব দেয়। হাদীসেও আল্লাহর নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ ভাই ভাই। [মুসলিম]। প্রতিবেশিকে অভুক্ত রেখে নিজের মুখে খাবার গ্রহণও ঠিক নয়। ইসলাম প্রতিবেশির মর্যাদা সুনিশ্চিত করেছে। প্রতিটি ক্ষেত্রে প্রতিবেশিকে মূল্যায়ন করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, ইবাদত করো আল্লাহর তাঁর সাথে অপর কাউকে শরীক করো না। পিতা-মাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকটাত্মীয় এতিম, মিসকীন, প্রতিবেশী, অসহায় মুসাফির এবং নিজের দাসদাসীর প্রতিও। [সূরা নিসা : আয়াত ৩৬]।
প্রতিবেশীকে যে নিরাপত্তা দেয় না সে নবীজীর পছন্দের মানুষ নয়। সে মুমিন নয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর শপথ, সে মুমিন নয়, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কে সে ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অনিষ্ঠ থেকে প্রতিবেশীগণ নিরাপদ নয়। [বুখারি ও মুসলিম]
প্রতিবেশীর মাধ্যমেই পরিচয় পাওয়া যায় আসলেই মানুষটি কেমন? সেটাই নবীজীর ভাষ্যে উঠে এসেছে, হযরত ইবন মাসঊদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, হে আল্লাহর রাসূল! আমি কিভাবে জানবো যে, আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার প্রতিবেশীদের বলতে শুনবে, তুমি ভালো কাজ করছো তখন তুমি মূলতই ভালোকাজ করছো। আর যখন তাদের বলতে শুনবে যে, তুমি খারাপ কাজ করছো তখন তুমি মূলতই খারাপ কাজ করছো। [ইবন মাযা]
তাই প্রতিবেশির অধিকার ও নিরাপত্তা রক্ষা আমরা সকলেই সচেষ্ট থাকি-আমীন।