ডিএলএস-এর মহাপরিচালক-এর দায়িত্ব পেলেন ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার

Category: ফোকাস Written by agrilife24

রাজধানী প্রতিনিধি: প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস)-এর মহাপরিচালক (চলতি দায়িত্ব)-এর দায়িত্ব পেলেন ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ পদে নিয়োগ পাওয়ার পূর্বে তিনি একই অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর আগে তিনি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঢাকা হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে নতুন পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন সংস্থা, সংগঠন, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কোম্পানির নির্বাহীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। দেশের প্রাণিসম্পদের উন্নয়নে তার মত একজন বিচক্ষণ ব্যক্তি এ পদে নিয়োগ পাওয়ায় তারা সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশের প্রাণীসম্পদের অব্যাহত উন্নয়নে তার নেতৃত্বে প্রাণিসম্পদের কার্যক্রম আরো গতিশীল হবে বলে মনে করেন তার সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা।