মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব মোহা. সেলিম উদ্দিন

Category: ফোকাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহা. সেলিম উদ্দিন। সেলিম উদ্দিনকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

আগামী বছরের ১ জানুয়ারি অবসরে যাবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

সেলিম উদ্দিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।