পানি ব্যবস্থাপনা ও সেচ দক্ষতা বৃদ্ধিতে গাইবান্ধায় কৃষক প্রশিক্ষণ শুরু

মির্জা কিরণ, গাইবান্ধা:বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএিডিসি) এর গাইবান্ধা (ক্ষুদ্রসেচ) রিজিয়নের উদ্যোগে খামারে পানি ব্যবস্থাপনা, সেচযন্ত্রের রক্ষণাবেক্ষণ ও সেচ দক্ষতা বৃদ্ধি শীর্ষক কৃষক প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আল-মারুফ ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রাশীদুল কবির, গাইবান্ধা (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরণ, সুন্দরগঞ্জ ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, গাইবান্ধা সদর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী সামিউল পারভেজ।

বিএডিসি'র বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেচ স্কীমের ম্যানেজার, পাম্প অপারেটরসহ মোট ৩০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।