পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিসিনেমা প্রদর্শন বিষয়ক কুইজ প্রতিযোগিতা

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের মাঝে কৃষিসিনেমা প্রদর্শন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ উপজেলার আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই প্রদর্শনের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার এআরএম সাইফুল্লাহ। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার  মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষি বিষয়ক ভিডিও প্রদর্শন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজ যেসব ফসলের ওপর ভিডিও প্রদর্শন করা হল, তা কৃষিকাজে আপনাদের উৎসাহিত করবে। এসব তথ্য অন্যদের ছড়িয়ে দিলে আধুনিক চাষাবাদ আরো সম্প্রসারিত হবে। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কৃষি কর্মকর্তা মো. সাওন, এসএএও খুশিয়া আক্তার, আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর আহমেদ, নীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য  মো. ফজলুল হক সুমন প্রমুখ। সিনেমা প্রদর্শন শেষে ৬ জন কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উচ্চমূল্যের ফসল আবাদের ওপর এক মাঠ দিবসের আয়োজন করা হয়।