পিপিবি'র পোল্ট্রি কনভেনশন সফল করতে দেশব্যাপি সাংগঠনিক সফর শুরু

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশের সর্ব বৃহৎ পোল্ট্রি পেশাজীবি সংগঠন, পোল্ট্রি পেশা বিষয়ে সক্রিয় পোল্ট্রি প্রফেশনাল'স বাংলাদেশ পিপিবি'র আসন্ন পোল্ট্রি কনভেনশন ২০২২ সফল করতে কেন্দ্রীয় নেতাদের সংগঠনিক জেলা ও বিশ্ববিদ্যালয় পিপিবি স্টুডেন্ট ভলান্টিয়ার টিমের সাথে মত বিনিময়, জেলায় জেলায় কনভেনশন বাস্তবায়ন কমিটি গঠন কর্মসূচি শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে প্রথম দিন (৬ আগষ্ট) বিকেল ৫টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ-এর টিএসসি-তে এ উপলক্ষে পিপিবি স্টুডেন্ট ভলান্টিয়ার টিমের সাথে মতবিনিময়ের মাধ্যমে দেশ ব্যাপি কর্মসূচি শুরু হয়।

পিপিবি'র কেন্দ্রীয় সমন্বয়ক কৃষিবিদ অঞ্জন মজুমদার এগ্রিলাইফকে জানান ধারাবাহিকভাবে সারা দেশে জেলায় জেলায় পোল্ট্রি খামারি, ছাত্র শিক্ষক সহ এই পেশায় যুক্তদের নিয়ে কনভেনশন বাস্তবায়ন কমিটি করা হবে। প্রথম দিনে সফল ভাবে কর্মসূচি আরম্ভ করা হয়েছে এবং ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।