নওগাঁয় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

Category: সমসাময়িক Written by agrilife24

কাজী কামাল হোসেন:“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচীর আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্থ ৪ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা হিসেবে ৫জন এবং শ্রেষ্ঠ সন্তান সম্মাননা হিসেবে ৫ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার সতীহাট বাজারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সতীহাট শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, প্রধান আলোচক হিসেবে ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর অভ্যন্তরীন নিরীক্ষক মো. বাবলু সরদার, সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মো. মামুনুর রশীদ, আঞ্চলিক ব্যবস্থাপক মো. লাভলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল জলিল, মনোয়ার হোসেন, ওয়ার্ড সদস্য আব্দুল আলীম, হামিদুর রহমান সহ অত্র সংস্থার বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, জন প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, সূধীজন সহ অসংখ্য প্রবীন ব্যক্তি উপস্থিত ছিলেন।