বরিশালে কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই  সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক  মো. ফজলুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, ডিএই বরিশালের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, পিরোজপুরের উপপরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, পটুয়াখালীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. খায়রুল ইসলাম মল্লিক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ) সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ।

সভায় চলতি মৌসুমে আমন ধানসহ অন্যান্য ফসলের আশানুরূপ ফলন প্রাপ্তির করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রবি মৌসুমে তেলফসলের চাষ বাড়ানো এবং সমলয় পদ্ধতিতে বোরো ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়।  

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।