কানাডায় বাংলাদেশ হেরিটেজ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার নির্বাচন (২০২৩/২০২৪)-এর ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক এর সভাপতি ও প্রধান নির্বাচন কর্ম্মকর্তা কানাডা প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিগত বছরে সোসাইটির কার্যক্রম পরিচালিত হয়েছে। আগামী ২৭ নভেম্বর ২০২২ এডমন্টনের পার্কডালে কমিউনিটি হলে অনুষ্ঠিতব্য সাধারণ সভাকে সামনে রেখে রবিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আহসান উল্লাহ। সভায় সংগঠনের কার্যক্রম, প্রকল্প, ও আর্থিক প্রতিবেদনের অনুমোদন দেয়া এবং এডভোকেট আরিফ খান এবং মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ পরিচালিত নির্বাচনের ফলাফলকে অনুমোদন ও তা প্রকাশ করা হয়।

ম. লস্কর, সভাপতি, সুলতানা মজুমদার সহসভাপতি, চামেলী লস্কর সাধারণ সম্পাদক, সাইফুর হাসান কোষাধ্যক্ষ, অনিকা সুতিপ্রভা যোগাযোগ ও সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়.