বরিশালে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত

Category: সমসাময়িক Written by agrilife24

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। ২২ মে নগরীর বেসরকারি সংস্থা বিডিএসের হলরুমে ফিড দ্যা ফিউচার বাংলাদেশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. ইকরামুল হক, মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার এবং জেন্ডার বিষয়ক কনসালটেন্ট অ্যাডভোকেট সামাইয়া ফাহিম আনসারী। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, বিএডিসির যুগ্ন পরিচালক ড. মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. অলিউল আলম, সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক ফাহিম হক, আয়োজক প্রতিষ্ঠানের জেন্ডার পরামর্শক দিল আফরোজ প্রমুখ। এতে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, নারীরা বহুবিধ ভূমিকা পালন করে থাকে। কোনোটি স্বীকৃত পায় আবার কোনোটি পায় না। কৃষিতেও নারীর অবদান অনেক। বিশেষভাবে বীজ ব্যবস্থাপনায় নারীদের অর্জন অসামান্য। নারীর প্রতি সকল বৈষম্য দূরীকরণ ব্যতীত সভ্যতার পরিপূর্ণতা সম্ভব নয়। এসডিজিতে জেন্ডার সমতা অর্জন এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নকে গুরুত্ব দেয়া হয়েছে। সমাজে নারী-পুরুষ এবং বিভিন্ন লিঙ্গীয় ব্যাক্তির ভূমিকা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি পজিটিভ হতে হবে। আসলে সমতা আনায়নের জন্য সাম্যতার গুরুত্ব অপরিসীম।