বরিশালের বাবুগঞ্জে আখের গুড় উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

Category: ফার্ম টু ডাইনিং Written by agrilife24

নাহিদ বিন রফিক: বরিশালের বাবুগঞ্জে বিশুদ্ধ আখের গুড় উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার বাহেরচরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিএসআরআইর উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএসআরআইর মহাপরিচালক ড. মো. ওমর আলী। বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো. আতিউর রহমান, কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান এবং বিএসআরআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসিবুর রহমান। সভাপতিত্ব করেন বিএসআরআইর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রতন কুমার গণপতি।

বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম এবং উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান। মাঠ দিবসের অর্ধশতাধিক আখচাষি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গুড়ের চাহিদা পূরণে আখের উৎপাদন বাড়াতে হবে। আর তা হতে হবে বিশুদ্ধ উপায়ে। আখের আবাদ লাভজনক করতে একই সাথে সাথী ফসল চাষের জন্য তিনি কৃষকদের আহ্বান জানান।