পোল্ট্রি ভ্যাকসিনেটর নিয়ে ফেনী-তে ফার্মা এন্ড ফার্ম-এর কারিগরী কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:"পোল্ট্রি সেক্টরের উন্নয়ন খামারির উন্নয়ন" ফার্মা এন্ড ফার্ম'র এই বিশেষ থিমকে প্রাধান্য দিয়ে ফেনী-তে পোল্ট্রির ভ্যাকসিনেশন সাথে জড়িত ভ্যাকসিনেটর নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পোল্ট্রি সেমিনারটিতে ফার্মা এন্ড ফার্মা'র রিজিওনাল সেলস ম্যানেজার জনাব মোতালেব তুষার "রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশন ও তার গুরুত্ব" শিরোনামে  বিশদ আলোচনা ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন।

এসময় ভ্যাকসিন কি? ভ্যাকসিন অকার্যকারিতা বা ব্যর্থতা নিয়েও আলোচনা করেন। আলোচনা শেষ পর্যায়ে তিনি ফার্মা এন্ড ফার্ম'র Poulshot B1+IB, Poulshot Gumboro, Poulshot NDO ইত্যাদি ভ্যাকসিন এর গুনগত মান ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন। সেমিনার গুলোতে খামারিদের জন্য প্রোডাক্ট ব্র্যান্ড ( Shilevo, Poulshot Coryza, Hytil sol, Suplexan Ren) নামে একটি করে ' টি- শার্ট' উপহার দেওয়া হয়। উল্লেখ্য যে সেমিনারটিতে আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার, টেরিটোরির মার্কেটিং অফিসার।