"৫ম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২৩”- Exhibitors List & Contact No (Hall#4)

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

রাজধানী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে "৫ম আহকাব আন্তর্জাতিক মেলা ২০২৩”। বাংলাদেশের প্রাণিজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারী, পেশাজীবি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগন মেলায় অংশগ্রহনের মাধ্যমে এ সেক্টরের বিভিন্ন সমস্যা, প্রতিকারের উপায়, নতুন বিনিয়োগ, সম্ভাবনা ও সার্বিক বিষয়ে জ্ঞান আহরণের মাধ্যমে এ সেক্টরে অবদান রাখতে সক্ষম হবেন। মেলাচলাকালীনকোন প্রকার প্রবেশ ফি ছাড়াই যে কোন দর্শনার্থী মেলা পরিদর্শন করতে পারবেন।

মেলায় দেশী-বিদেশী মিলিয়ে ২১৫ টি কোম্পানীর ৫৮০টি ষ্টল রয়েছে। নিম্নে ৪নং হলে এক্সিবিটর কোম্পানীদের নাম অবস্থান, স্টল নং, যোগাযোগের মোবাইল নং দেয়া হইল:

উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রাণিজ ও মৎস্য খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সংμান্ত বিষয়ে দুইটি গবেষনা পত্র উপস্থাপন করা হবে।

এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে ইব্রাটাস ট্রেডিং কোম্পানী, গোল্ড স্পন্সর হিসেবে ইন্টার এগ্রো বিডি লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে আদিয়ান এগ্রো লিমিটেড পৃষ্ঠপোষকতা করছে।