কৃষি বিজ্ঞানী কৃষিবিদ আনোয়ার শহিদ হত্যায় কেআইবি’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

এগ্রিলাইফ২৪ ডটকম:গম গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার শহিদ (৭৫)-কে ছুরিকাঘাত করে হত্যা করায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে এই হত্যাকান্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় এনে অতিদ্রুত কঠোর শাস্তি প্রদানে জোর দাবী জানিয়েছে কেআইবি।

গণমাধ্যমে প্রেরিত কেআইবি'র দপ্তর সম্পাদক কৃষিবিদ এম এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭:১৫টায় গম গবেষণা কেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার শহিদ (৭৫) কে এক দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায় যা ঘটনাস্থলের একটি বাড়ীর ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাস্থল থেকে কৃষিবিদ আনোয়ার শহিদকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যান।

প্রতিবাদ লিপিতে আরো বলা হয়, বর্তমান জনবান্ধব ও গণতান্ত্রিক সরকারের আমলে এধরনের ঘটনা আমাদের নিকট কোনভাবেই কাম্য নয়। ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে করে কেআইবি।