রা.বিতে অরল্যাবস এর মেম্বার লঞ্চিং অনুষ্ঠানের শুভ উদ্বোধন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

ক্যাম্পাস ডেস্ক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে আজ ৩১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় গভ: ল্যবরেটরী হাই স্কুল-এর এলামনাইয়ের সংগঠন অরল্যাবস-এর মেম্বারশিপ লঞ্চিং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রা. বি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। ঐতিহ্যবাহী গভ: ল্যবরেটরী হাই স্কুল, রাজশাহীর ২৪ জানুয়ারি ল্যাবরেটরিয়ান ডে উপলক্ষে অনুষ্ঠিতব্য সাধারণ সভা ও পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ এলামনাই কমিটি (২৪ জানুয়ারি ২০২৩) -এর জীবন সদস্য রেজিস্ট্রেশন কার্যক্রম-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন এলামনাইয়ের আগমন ঘটে।

ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপার্চায, রাজশাহী উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরল্যাবস এর আহ্বায়ক সুলতান চাগতাই।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন  ডাঃ হাবিবুল ইসল্লাম, রা.বি. প্রফেসর মোঃ হেদায়েতুল ইসলাম, প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর ড. মেহেরুল ইসলাম খান বাবলা, মোঃ আক্তারুজ্জামান মাসুদ, ডাঃ সবুজ, সোহেল প্রমুখ।

কর্মসূচীতে প্রাক্তন ছাত্রদের মধ্যে মোয়াজ্জেম আলী শাহীন, মো: আরিফ আহমেদ চৌধুরী, ডা. রাকিবুজ্জামান চৌধুরী, এনামুল হক, বাবুল, ডা. জাকি আজম, সাদ, মঞ্জুর রহমান, ইমতিয়াজ, দিপন।

এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী ২৪ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে স্কুলে সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিম্নলিখিত হারে  সদস্যপদ সম্পন্ন করে অনুষ্ঠানটিকে প্রকৃতপক্ষেই বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত করার আহবান জানান।

জীবন সদস্য ফি ৫০০০/- (এককালীন) এবং সধারন সদস্য ফি ১০০০/- (এককালীন) ও ও বাৎসরিক ৫০০/- নবায়ন ফি। সকল প্রাক্তন শিক্ষার্থীদের www.goldenjubilee.org ঠিকানায় অনলাইনে তাদের সদস্যভুক্তি সম্পন্ন করার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।