সিকৃবিতে আন্ত:অনুষদীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

সিকৃবি প্রতিনিধিঃসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আন্ত:অনুষদীয় ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় সিকৃবি কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু জাফর ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামসুজ্জামান, প্রক্টর ড. তরিকুল ইসলাম, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেদী হাসান খান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ডা. রাশেদ হাসনাত, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন  ড. রাশেদ আল মামুন, পোস্ট গ্রাজুয়েশন অনুষদের ডিন অধ্যাপক ডা. কাজী মেহতাজুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন  সিকৃবির শিক্ষক, শিক্ষিকা ও সিকৃবি শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এছাড়াও সাধারণ ছাত্রছাত্রীরা এই সময় উপস্থিত ছিলেন।

উপাচার্য ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, "আমি অত্যন্ত আনন্দিত দায়িত্ব পাওয়ার পর এমন একটি প্রতিযোগিতার উদ্বোধন করার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে আমাকে উপাচার্যের দায়িত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানাই। খেলাধুলা শরীর মন সুস্থ রাখে। ফুটবল খেলা যেমন আনন্দদায়ক তেমনি বিপদজনক। সবাই সব খেলা খেলতে পারে না। তাই আমি হল প্রাধাক্ষ্যদের আহ্বান করবো হল ভিত্তিক ইনডোর খেলার আয়োজনের জন্য"। বক্তব্য শেষে গোলবারে বল শ্যুটের মাধ্যমে উপাচার্য খেলার উদ্বোধন করেন।