বাকৃবি-অর্থায়নকৃত প্রকল্প অনুমোদন পত্র বিতরণ -২০২২ অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

কৃষিবিদ দীন মোহাম্বাংমদ দীনু,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)-এর আয়োজনে আজ ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার বিকেল ৩.০০টায় বাকৃবি সৈয়দ নজরুল কনফারেন্স হলে বাকৃবি-অর্থায়নকৃত প্রকল্প অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়। যেখানে মোট ৫২টি প্রকল্পের মাধ্যমে মোট ৩ কোটি ৮৪ লক্ষ টাকা অনুমোদন দেয়া হয়েছে।

বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে বাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মমিনুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেসের সাবেক পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এম. এ. সালাম, কোষাধ্যক্ষ জনাব মোঃ রাকিব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বাকৃবি পিএইচডি রিসার্চ সারাবিশ্বে মুল্যায়িত হচ্ছে। পৃথিবীর অনেক দেশ এ ব্যাপারে আমাদেরকে অনুকরণ করছে। সারা বিশ্ব বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞ নিতে আগ্রহ দেখায়।

এ সময় তিনি প্রতিটি প্রকল্প প্রিন্সিপাল ইনভেস্টিকেটরকে তাগিদ দেন যেন তারা জুনিয়র শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করেন। যাতে জুনিয়র শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী ও দক্ষ  হয়ে উঠতে পারে। এছাড়াও তিনি গবেষণা কাজে এগিয়ে আসার জন্য বাকৃবি শিক্ষকদেরকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে প্রকল্প প্রিন্সিপাল ইনভেস্টিকেটর, কো- প্রিন্সিপাল ইনভেস্টিকেটরসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।