জাতীয় স্মৃতিসৌধে কুড়িকৃবি উপাচার্যের শ্রদ্ধা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

বিশেষ প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, 'বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বীর শহীদদের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছি। দর্শনার্থী বইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা পড়ে অভিভূত হয়েছি। আজকের বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ বেয়ে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যের পথবেয়ে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক আমদের আজকের দিনের দৃপ্ত শপথ।'

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে কুড়িকৃবি উপাচার্য বলেন, বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বে এক অবিস্মরণীয় দিন আজ। শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার যে যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ নয় মাস পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তার সফর পরিণতি পায়। অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়। বিশ্বমানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান এ দিবসটিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা।

শুভেচ্ছা বাণীতে উপাচার্য আরো বলেন, 'এক সাগর রক্ত আর লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের সোনার বাংলাদেশ। একটি নতুন দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সকলের। বিজয় দিবস স্বাধীনতাকামী বাঙালির পবিত্র চেতনার ধারক। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি ও সমৃদ্ধির পথে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহান বিজয় দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।'