বাকৃবিতে সুবিধাবঞ্চিতদের মাঝে হাসিমুখের শীতবস্ত্র বিতরণ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় টিএসসির মিনি কনফারেন্স কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ।

জানা যায়, এ বছর ১৭০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। অনুষ্ঠানে বাকৃবি ক্যাম্পাসের তিন গ্রামের কেওয়াটখালী, বয়রা (নিঝুম দ্বীপ), সমাধানের মোড়ের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

হাসিমুখের সহ-সভাপতি অধ্যাপক ড. ফাতেমা হক শিখা সভাপতিত্বে এবং হাসিমুখের মো মোবারক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম, প্রভোষ্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নূরুল হায়দার রাসেল, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, লেকচারার মো. ইফতেখার জাহান ভূঞা, হাসিমুখের সাধরণ সম্পাদক মো রবিউল ইসলাম সহ হাসিমুখের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো সাইফুল ইসলাম বলেন, হাসিমুখের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ এ অবস্থা থাকুক তা আমরা চাই না। জনগণ নিজেরাই সক্ষমতা অর্জন করবে। বাংলাদেশ আরও উন্নত হবে।