আল্লাহ তাআলা বিনয়ী মানুষদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন

ইসলামিক ডেস্ক:চরিত্র মানব জীবনের এক অমূল্য সম্পদ। মানুষ তার জীবনে কথা বলা, চলাফেরা, আচরণ যত সুন্দর করবে মহান রাব্বুল আলামিনের কাছে সে তেমনি মর্যাদার অধিকারী হবে। আর এসব গুণাবলী তাকে পরকালকেও সম্মান ও মর্যাদার আসনে পৌঁছে দিবে।  নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন-

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে বললেন- হে লোক সকল! তোমরা বিনয়ী হও। আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। সে নিজেকে নিজে ছোট মনে করলেও কিন্তু মানুষের চোখে খুবই মহান ও সম্মানিত হয়। আর যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ তাআলা তাকে হেয় করে দেন। সে মানুষের দৃষ্টিতে ছোট- অপাংক্তেয় এবং সে নিজেকে নিজে খুব বড় মনে করে। এমনকি সে শেষ পর্যন্ত মানুষের চোখে কুকুর ও শূকরের চেয়েও অধিক ঘৃণিত বলে বিবেচিত হয়।’ (বায়হাকি, মিশকাতুল মাসাবিহ)

হাদিস থেকে বুঝা গেলো- বিনয় ও নম্রতা মানুষের জন্য অনেক মর্যাদা ও সম্মানের চারিত্রিক গুণাবলী। আসুন আমরা জীবন-যাপনের প্রতিটি ক্ষেত্রে কম কথা বলি, বড়দের সম্মান করি, ছোটদের স্নেহ করি ।সকল মানুষের নিকট ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত করি। মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হোন আমীন