রাগ হলে নীরব থাকুন, মনকে শান্ত করুন

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক:কারণে-অকারণে আমরা অনেক সময় রাগান্বিত হই; অনেকে আছেন হঠাৎ রেগে যান। এ সময়  কেউ কেউ নানারকম খারাপ কথা, কটু কথা বলে থাকেন। রাগের বশবর্তী হয়ে কখনো খারাপ কথা বলবেন না। একসময় আপনার রাগ কেটে যাবে; কিন্তু আপনার খারাপ কথাগুলো একজন মানুষকে সারা জীবনের জন্য দাগ দিতে পারে। তাই সদয় শব্দ ব্যবহার করুন অথবা নীরব থাকুন। খারাপ কথা বলা যেমন অন্যায় তেমনি ইসলাম এ সময় নীরব থাকতে নির্দেশনা দেয়।

ইসলাম হচ্ছে সেই ধর্ম যা বলতে শিখায় কারো কথায় অন্যরা যেন কষ্ট না পায়। সে ছোট-বড়, ধনী-দরিদ্র অথবা যে কোন ধর্মেরই হোক না কেন। কারো কথায় কেউ কষ্ট পাক মনে আঘাত পায় সেটি কখনোই কাম্য নয়। কথায় আছে "রেগে গেলেন তো হেরে গেলেন" অর্থাৎ রাগের বশবর্তী বা অযথা রাগ করলে প্রতিটি কাজেই ইহকাল এবং পরকাল সবকিছুতেই অশান্তি নেমে আসে। তাই আসুন আমরা কথা ও কাজে কোমল শব্দ ব্যবহার করি, মনকে শান্ত রাখি। আমাদের জীবনে সুখ দুঃখ সব কিছুই আসবে। তিনিই সর্বশক্তিমান মহান রাব্বুল আলামীন যিনি আমাদের সব সময় সরল পথে চলার নির্দেশনা দিয়েছেন। আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের অন্তরে শান্তি দান করুন।

নিশ্চয়ই মহান রাব্বুল আলামীন আমাদের সকলের জীবনযাপন, আচার ব্যবহারে সব সময় সঠিক পথে চলার তৌফিক দান করবেন।আমিন